শনিবার (৩০ মার্চ) বিকেল পৌনে ৪টায় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শিক্ষক সমিতির নেতারা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুর মুহাম্মদ, প্রগতি শিক্ষক দলের (নীল দল) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এনটি