ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

এফআর টাওয়ারের নির্মাণ ত্রুটি-বিচ্যুতি তদন্তের কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এফআর টাওয়ারের নির্মাণ ত্রুটি-বিচ্যুতি তদন্তের কাজ শুরু বনানীর এফ আর টাওয়ারের আগুন।

ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের নকশা অনুমোদন এবং নির্মাণ সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি তদন্তের কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আট সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

তদন্ত কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কনফারেন্স রুমে এ বিষয়ে প্রথম সভা করেছে কমিটি।

এর আগে ২৯ মার্চ (শুক্রবার) বনানীর অগ্নিদুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে অগ্নিদুর্ঘটনার দিন (২৮ মার্চ ) রাতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাহিমুল ইসলামকে সদস্য সচিব করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ কমিটির অপর ছয়জন সদস্য হলেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজউকের সদস্য (পরিকল্পনা) সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মইনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এবং রাজউক নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম।

এদিকে শুক্রবার (২০ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বনানীর অগ্নি দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে তদন্ত কমিটির কার্যপরিধি সম্পর্কে বলেছেন, তদন্ত কমিটি এফ আর টাওয়ারের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ার ভেতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা, অনুমোদিত প্ল্যানের বাইরে বির্ল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, ভবন মালিক এমনকি আমাদের সংস্থার কেউ জড়িত থাকলে তার সম্পর্কে প্রতিবেদন দেবেন।

এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মরদেহ উদ্ধার এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে। এর মধ্যে ২৪ জনের মরদেহ এরইমধ্যে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
জিসিজি/এএটি

***এফ আর টাওয়ারে আগুন: যন্ত্র অকার্যকর, জরুরি এক্সিট বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।