শনিবার (৩০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার নিলখোলা এলাকায় এ ছিনতাই’র ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্যবসায়ী মাসুদ হাওলাদার বাংলানিউজকে জানান, দোকানের মালাপত্র ক্রয়ের জন্য আমি নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে শনিবার দুপুরে টরকী বন্দরের উদ্দেশ্যে রওনা দেই। পথে দুপুর পৌনে ২টার দিকে নীলখোলা ব্রিজের দক্ষিণ ঢালে গেলে তিনটি মোটরসাইকেলে ৫/৬ জন ছিনতাইকারী আমার গতিরোধ করেন। এরপর তারা আমার ওপর হামলা চালিয়ে শার্ট-প্যান্টের পকেট তল্লাশি চালিয়ে পকেট থেকে নগদ ওই টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আমি চিৎকার করলে ও ছিনতাইকারীদের বাধা দিলে আমাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, আহত ব্যবসায়ী লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএস/এএটি