ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাল্যবিয়ে-মাদকবিরোধী সমাবেশ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ফরিদপুরে বাল্যবিয়ে-মাদকবিরোধী সমাবেশ রোববার

ঢাকা: সারাদেশে মাদকবিরোধী গণসচেতনতা বাড়াতে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন (ডি বি এফ)।

এরই ধারাবাহিকতায় তরুণ সমাজকে সচেতন করতে ফরিদপুর জেলায় মাদক ও বাল্যবিয়ে বিরোধী আয়োজন করা হয়েছে রোববার (৩১ মার্চ)।

শনিবার (৩০ মার্চ) ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাখিল খন্দকার নিশান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রোববার ফরিদপুর জেলা সদরের শোভারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়েছে।

আয়োজনে বাল্যবিয়ে ও মাদকবিরোধী আলোচনা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য নানান ইভেন্ট সংযুক্ত রয়েছে। এছাড়া আয়োজনে মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি ও লিফলেট বিতরণ ছাড়াও তরুণদের জন্য কিছু শিক্ষামূলক অংশগ্রহণ রাখা হয়েছে। এরমধ্যে মাদকবিরোধী উপস্থিত বক্তৃতা, মাদকবিরোধী কুইজ ও মাদকবিরোধী গেম শো অন্যতম।

বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত এ আয়েজনে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ। এছাড়া প্রিন্ট পার্টনার দৈনিক খোলা কাগজ এবং একাডেমিক পার্টনার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।