একই কথা জানান, নব-নির্বাচিত সহ-সভাপতি একটি ইংরেজি দৈনিকের প্রতিনিধি আইনজীবী আব্দুল হান্নান রঞ্জন।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজের কাছে নিজেদের প্রত্যয়ের কথা তুলে ধরেন জেলা প্রেসক্লাব নির্বাচনে নব-নির্বাচিত প্রবীণ ওই সাংবাদিকরা।
এরআগে, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ৬৫ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নেত্রকোণার মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত শ্যামলেন্দু পাল বিভিন্ন সময়ে প্রেসক্লাব নির্বাচনে ভোটে অংশ নিয়ে এ পর্যন্ত ছয়বার সাধারণ সম্পাদক ও একবার সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় একটি দৈনিকে দীর্ঘ ৫০ বছর ধরে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এছাড়া সুজাদুল ইসলাম ফারাস (কোষাধ্যক্ষ), মুজাহিদুল ইসলাম সবুজ (দপ্তর সম্পাদক), লিটন ধর গুপ্ত (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), সদস্য পদে হায়দার জাহান চৌধুরী, এ.কে.এম আব্দুল্লাহ্, মনিরুজ্জামান মহসিন ও নজরুল ইসলাম নির্বাচিত হন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, আ.ফ.ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলতাবুর রহমান কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিমুল মিল্কী, সমাজ কল্যাণ সম্পাদক আইনজীবী নূরুজ্জামান নুরু, সদস্য আব্দুল মান্নান তালুকদার ও ওসমান গনি তালুকদার।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এনটি