ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কালামের হত্যাকারীদের শাস্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
বরিশালে কালামের হত্যাকারীদের শাস্তির দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের রূপাতলীর লালারদিঘির পাড় এলাকার বাসিন্দা রিকশাচালক মো. কালাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) নগরের রিকশা শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

রূপাতলী এলাকার বাসিন্দা রহিম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্রমিক শহীদুল ইসলাম, মহানগর রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা জাহাঙ্গীর হোসেন দিদার, নিহতের স্ত্রী মিনা বেগম, মেয়ে কারিনা, সনিয়া, বোন তানিয়াসহ অন্যান্যরা।

মানববন্ধনে রিকশাচালক কালাম হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত ৫ ফেব্রুয়ারি নগরের রূপাতলী লালরদিঘির পাড় এলাকায় সুদের টাকা নিয়ে বিরোধের জের ধরে কালামকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

বাংলা‌দেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।