শনিবার (৩০ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন সন্দেহের কথা জানান মেয়র খোকন।
সাঈদ খোকন বলেন, সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের মধ্যকার মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কি-না সে বিষয়ে সতর্ক থাকার জন্যও ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।
ব্যবসায়ীদের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে অগ্নিকাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার সুবিধার্থে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যবস্থা নিতেও ফায়ার ব্রিগেডের প্রধানকে অনুরোধ জানান ডিএসসিসি-র সাঈদ খোকন।
তিনি বলেন, নিরপরাধ কোনো জীবনহানি যেন না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। জীবনের বিনিময়ে কোনো ব্যবসা নয়।
ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, অতি দাহ্য ৩৫টি আইটেম টিসিবি-এর (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে আনার ব্যাপারে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এর সঙ্গে সমন্বয় করুন।
এর আগে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ কেমিক্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী সিরাজুর রহমান।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী আরিফ হোসেন, ওয়াকার আহমেদ চৌধুরীসহ প্রমুখ বক্তব্য দেন।
গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডে ৭০ জনের প্রাণহানি ঘটে। অনেকেই অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণের কথা জানালেও এখনও তা স্পষ্ট নয়।
এছাড়া গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হন। সর্বশেষ শনিবার সকালে গুলশানে ডিএনসিসি মার্কেট এবং দুপুরে একই এলাকার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএইচএস/এসএ/এমএ