ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ভোটে কর্তব্যরত বিজিবি সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
যশোরে ভোটে কর্তব্যরত বিজিবি সদস্যের মৃত্যু

যশোর: যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে টহলরত রফিকুল ইসলাম (৬৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে বুকে ব্যথা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুব্রত কুমার দে বাংলানিউজকে বলেন, শনিবার রাত ১০টা ১০ মিনিটে নায়েব সুবেদার রফিকুল ইসলামকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করি। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রার্থমিকভাবে ধারণা করছি, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত্ব পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিজিবির ওই টিম শুক্রবার (২৯ মার্চ) বাঘারপাড়ায় আসে এবং উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থান করেন। শনিবার রাত ১০টার দিকে তার বুকে ব্যথা অনুভব হলে সহকর্মীরা তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ইউজি/এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।