শ্রমিকদের দাবি সরকার নির্ধারিত সর্বনিম্ন আট হাজার ৩০০ টাকা বেতন। এটি সরকারিভাবে ঘোষণা হয়েছে, গেজেটও প্রকাশ হয়েছে।
রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জুট মিলের শ্রমিকরা সর্বনিম্ন আট হাজার ৩০০ টাকা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। সকালে জুট মিলের ভেতর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়৷ এটি রাজশাহী-নাটোর মহাসড়কে গিয়ে সম্পন্ন হয়।
এ সময় জুট মিলের শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানায়, আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩শ’ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি।
এর ওপর গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাই বকেয়া বেতন দেওয়া, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
আর ঘোষিত বেতন বাস্তবায়ন না হলে এ দাবিতে ১ এপ্রিল সকালে লাল পতাকা মিছিল ও ২ এপ্রিল ৭২ ঘণ্টার কর্মবিরতির আল্টিমেটাম দেওয়া হয়েছে বলেও জানান এই শ্রমিক নেতা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসএস/এএটি