ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
বেগমগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৭

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী সোলায়মান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও সাতজন।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার আপন নিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সোলায়মান চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের গণু মিয়ার ছেলে।

তিনি চৌরাস্তায় পানের ব্যবসা করতেন। আহতদের মধ্যে দুইজন হলেন- নূর নবী (২৬), আবু বক্কর (১৭)। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিলেন সোলায়মান। পথে আপন নিবাস এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর  থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটির চালকসহ আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সোলায়মানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশিকুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।