সোমবার (০১ এপ্রিল) দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তার আপন নিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোলায়মান চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের গণু মিয়ার ছেলে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিলেন সোলায়মান। পথে আপন নিবাস এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটির চালকসহ আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সোলায়মানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশিকুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস