ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা সদরের জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপ এবং কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এক পথচারী মাহমুদুলসহ চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারী মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহতাবস্থায় কাভার্ডভ্যান চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, এ ঘটনায় বেশকিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।