ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহানার চিকিৎসায় বসুন্ধরা গ্রুপের ৩ লাখ টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
শাহানার চিকিৎসায় বসুন্ধরা গ্রুপের ৩ লাখ টাকা অনুদান শাহানার হাতে চেক তুলে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা/ছবি: ডি এইচ বাদল

ঢাকা: খুলনার সরকারি পাইওনিয়ার কলেজের ছাত্রী শাহানা আক্তারের চিকিৎসার জন্য প্রতিশ্রুত ৩ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অন্যতম সফল প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

বুধবার ( ৩ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল হেড কোয়াটারর্স-২ মিলনায়তনে শাহানার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এইচআর, ইডব্লিউপিডি অ্যান্ড সেক্টর-এ অ্যান্ড হেড অব আইসিসিবি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, জেড এম আহমেদ প্রিন্স, হেড অব ডিভিশন  (বিজনেস ডেভলপমেন্ট) সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (সাপ্লাই চেন ডিভিশন), সেক্টর-এ আব্দুস শুকুর, এম এম জসিম উদ্দিন, হেড অব ডিভিশন  (মার্কেটিং অ্যান্ড সেলস), রিটেইল অ্যান্ড হেড অব মার্কেটিং, বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল, মাহবুব আলম, হেড অব ডিভিশন  (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স), বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল, বেলাল হোসেন, জিএম (অ্যাকাউন্ডস অ্যান্ড ফিন্যান্স), বিএফবিআইএল, বিএমএফ, বিটিএল, বিটিসিএল অ্যান্ড আইসিসিবি, জাকারিয়া জালাল, জিএম (সেলস) বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল, মোহাম্মদ সারওয়ার হোসেন সোহাগ, ডিজিএম (সাপ্লাই চেইন ডিভিশন), সেক্টর-এ ও মাকসুদ আলম এজিএম (ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স) সেক্টর-এ।

খুলনার সরকারি পাইওনিয়র কলেজের ছাত্রী শাহানা আক্তারের হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। অন্য ভাল্ভটিও অকেজো হওয়ার পথে। জরুরি ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অপারেশনের জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু শাহানার দরিদ্র পরিবার ও স্বজনদের পক্ষে চিকিৎসার এ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছিল না।

চলতি বছরের ২৩ মার্চ দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে ‘৩ লাখ টাকায় বাঁচতে পারে কলেজছাত্রী শাহানার জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের নজরে আসে। আর্তমানবতার পাশে দাঁড়াতে সাফিয়াত সোবহান কলেজছাত্রী শাহানা সম্পর্কে তাৎক্ষণিক যাবতীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেন।

গ্রুপের পক্ষ থেকে শাহানার বাসায় প্রতিনিধি পাঠানো হয়। প্রতিনিধিরা শাহানার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শাহানার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র সংগ্রহ করেন। এসময় তারা শাহানার স্বজনদের জানান, শাহানার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড তথা বসুন্ধরা গ্রুপ।

চেক গ্রহণের সময় শাহানা আক্তার বসুন্ধরা গ্রুপ ও গ্রুপের ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, কোনো দিন ভাবতেও পারিনি বসুন্ধরা গ্রুপের অর্থায়নে আমার চিকিৎসার সুব্যবস্থা হবে। এজন্য আমি বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ। তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

এসময় শাহানার ফুফা নুরুল আলম, মামা রনি শেখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।