ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটে সড়ক দুর্ঘটনায়  জুলেখা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।   

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গড়েয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জুলেখা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বাঙ্গালিপাড়া গ্রামের ইলিয়াসের স্ত্রী।



প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুলেখা।  পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো- ট ২২২৩৯২)  মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে  ছিটকে রাস্তায় পড়ে যান জুলেখা । এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে  ঘটনাস্থলেই জুলেখার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।