শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিম দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিমেন্ট বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুই পথচারী। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরবি/