শনিবার (০৬ এপ্রিল) সকালে নাটোর-পাবনা মহাসড়কের ফুলবাগান (সড়ক ও জনপথ অফিসের মুল ফটকের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাঘড়িয়া গ্রামের মৃত আক্কাস আলী প্রমাণিকের ছেলে এবং আহত আশিক একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, রাহাবুল ও আশিক ট্রাকে করে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন।
পথে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে দুই ট্রাকের চাপায় পড়ে রাহাবুল ঘটনাস্থলেই মারা যান এবং আশিক গুরুতর আহত হন। এসময় ওই ট্রাকের চালক অল্পের জন্য রক্ষা পান। রাহাবুল ও আশিক চালকের পাশেই বসে ছিলেন।
তিনি আরো জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত আশিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ