সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মতলেবুর রহমান মিনহাজ ফকির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জরিনা সকালে নিজ বাড়ির সামনের রাস্তা পার হয়ে চুলার ছাই ফেলতে যাচ্ছিলেন। এসময় ইট বোঝায় একটি ট্রলি তাকে চাপা দেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ইট বোঝায় টলি রেখে পালিয়েছে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার ব্যাপারে অসম্মতি জানিয়ে বলে স্থানীয়ভাবে তারা মিমাংসা করবেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ