ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রলি উল্টে হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
পুঠিয়ায় ট্রলি উল্টে হেলপার নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ট্রলি উল্টে আল-আমিন (১৩) নামে এক হেলপার হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লস্করপুর ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আল-আমিন নাটোর জেলার সুলতানপুর গ্রামের মিঠুন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে নাটোর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রলি পুঠিয়া হয়ে আড়ানী যাচ্ছিলো। পথে লস্করপুর ডিগ্রি কলেজ পার হলে হঠাৎ ট্রলির একটি চাকা বিকল হয়ে যায়। এতে ট্রলিটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রলির ওপরে বসে থাকা হেলপার আল-আমিন এর নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, মরদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া পরিবার থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।