ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় সার্ভেয়ার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
গাজীপুরে বাসচাপায় সার্ভেয়ার নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় সামসাদ (৪৫) নামে এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় সাখাওয়াত (৫৫) নামে এক সার ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসাদ উপজেলার বোর্ডঘর এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে।

আহত সাখাওয়াত কালিয়াকৈর বাজার এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে। তিনি পেশায় সার ব্যবসায়ী।

কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, সার ব্যবসায়ী সাখাওয়াত তার জমি মাপানোর জন্য সার্ভেয়ার সামসাদকে নিয়ে মোটরসাইকেলযোগে সূত্রাপুর এলাকায় যাচ্ছিল। এ সময় সূত্রাপুর এলাকার একটি পাম্পের পাশে পৌঁছালে ইউটান নেওয়ার সময় মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। এসময় ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান। এ সময় টাঙ্গাইলগামী একটি বাস সামসাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সার ব্যবসায়ী সাখাওয়াতকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এএসআই আব্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।