ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ছেলে খুন, বাবা-মা পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
টাঙ্গাইলে ছেলে খুন, বাবা-মা পলাতক

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামে ইকবাল (২৬) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের বাবা-মা।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরে ওই ইউনিয়নের পারবুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল একই গ্রামের শামছুল হকের ছেলে।

মাহমুদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন ইকবাল। মাঝে মধ্যে তিনি তার বাবা-মাকে মারপিট করতেন বলে শুনেছি। মঙ্গলবার ভোরে নিহতের বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছেন এবং তার বাবা-মা পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।