ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেই দগ্ধ ছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
সেই দগ্ধ ছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

ঢাকা: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে দগ্ধ ছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টার একটু পরে অস্ত্রোপচার শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।  

ওই ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান জাতীয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেহেতু সে পুড়ে গেছে। তাই তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই সে যাতে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে সেজন্য এই অস্ত্রোপচার করা হয়েছে।

আবুল কালাম জানান, এর আগে বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল তার একটি অস্ত্রোপচার করা হবে। সেই সিদ্ধান্ত সিঙ্গাপুরের চিকিৎসকদের জানালে তারাও একমত পোষণ করেন। উভয় সিদ্ধান্তক্রমে তার অস্ত্রোপচার করা হয়। এখন সে আগের থেকে একটু ভালো আছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে।  

তিনি জানান, অস্ত্রোপচারের বিভিন্ন কাগজপত্র ও অন্যান্য কাগজপত্র আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ কাগজপত্র নিয়ে তাদের সঙ্গে বিকেলে আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।