ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গুলি-রিভলবারসহ দম্পতি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
রাজশাহীতে গুলি-রিভলবারসহ দম্পতি আটক পুলিশের হাতে আটক দম্পতি, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগর থেকে তিন রাউন্ড গুলি ও রিভলবারসহ এক দম্পতি আটক করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে সোমাবর (৮ এপ্রিল) গভীর রাতে মহানগরের খড়বোনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- খড়বোনা এলাকার মৃত নফর মণ্ডলের ছেলে রানা মণ্ডল (৩১) ও তার স্ত্রী কহিনুর (৩৮)।  

রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে তিন রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।