জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে সোমাবর (৮ এপ্রিল) গভীর রাতে মহানগরের খড়বোনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- খড়বোনা এলাকার মৃত নফর মণ্ডলের ছেলে রানা মণ্ডল (৩১) ও তার স্ত্রী কহিনুর (৩৮)।
রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে তিন রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
এসএস/ওএইচ/