ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

মাদারীপুর: প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে নৌযান চলাচল শুরু হয়। 

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইনচার্জ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

পরে দুপুর আড়াইটা থেকে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।