মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। লিটন উপজেলার বাহাদুরপুর এলাকার নজরুল খানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাহিলাড়া থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালিয়ে গৌরনদী যাচ্ছিলেন লিটন। এসময় বিপরীত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমএস/আরবি/