ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
শেরপুরে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় এলাকায় এক আদিবাসী শিশুকে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যার দায়ে কান্তি মারাক নামে এক আদিবাসী যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে শেরপুর নারী শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।


 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় এলাকার পানিহাতা গ্রামের নিতিশ মান্দার ছেলে তিন সন্তানের জনক কান্তি মারাক প্রতিবেশী গ্রাবিয়েল দিউয়ার ৮ বছর বয়সের শিশু কন্যা বিথি দাওয়া তার ঘরে বেড়াতে আসে।  
এসময় কান্তি মারাকের বাড়িতে কেউ না থাকায় তাকে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায় বিথী দাওয়া চিৎকার শুরু করলে পাষণ্ড ধর্ষক তাকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে পালিয়ে যায়।  

এ ঘটনায় ধর্ষিতার নানা প্রজিন্দ্র মারাক বাদী হয়ে পরের দিন ৩১ মার্চ নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী ফুলপুর উপজেলায় ধর্ষকের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পরিবর্তীকালে ২০১৩ সালের ৪ জুন মামলার চার্জগঠন শেষে বিচারের কাজ শুরু হলে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে এবং জবানবন্দিতে আসামি নিজের দোষ স্বীকার করায়  মঙ্গলবার আদালত এ রায় দেন।
পাবলিক প্রসিকিউটর ( পিপি)  অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু মামলায় এ  রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।