ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
ধামরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫

ধামারাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহতে হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাস স্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ হরিমারপুর থেকে সকালে শিক্ষা সফররে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে ছেড়ে আসে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস।

পরে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। এসময় আহত হয় প্রায় ২৫ শিক্ষার্থী। আহদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।