মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাস স্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ হরিমারপুর থেকে সকালে শিক্ষা সফররে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে ছেড়ে আসে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি