ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ওই ছাত্রীর জন্য দিন-রাত কাজ করছি: ঢামেক পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
ওই ছাত্রীর জন্য দিন-রাত কাজ করছি: ঢামেক পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন

ঢাকা: ফেনীর সোনাগাজীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার জন্য দিন-রাত কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, আমরা ওর জন্য দিনরাত কাজ করছি। আপনারা সবাই দোয়া করবেন।

মহান সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়। আমাদের প্রত্যাশা সে ভালো হবেই।

মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন ঢামেক পরিচালক।

এ সময় তার সঙ্গে ছিলেন ওই ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আমাদের যদি আরো কিছু করার থাকে আমরা তাও করবো। যেহেতু মেয়েটিকে দেশের বাইরে নেওয়া যাচ্ছে না তাই আমরা তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালকে জানিয়েছি। তাদের রিপোর্টগুলো পাঠাচ্ছি, তারাও ফিডব্যাক দিচ্ছে।

গত শনিবার (০৬ এপ্রিল) আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। তারা ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।  

এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।