মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আলী হোসেন উপজেলার সোনাপুর গ্রামের মৃত শাফির উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- সোনাপুর গ্রামের আশাব উদ্দিন (২৫) ও পার্শ্ববর্তী বুজনা গ্রামের আলমগীর (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে বারকি নৌকা নিয়ে চেলা নদীতে পাথর উত্তোলন করতে যায় আলী হোসেনসহ তার সঙ্গীরা। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মধ্যে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং দুই জন আহত হয়।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাশ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ