মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ইউনিয়নের হেয়াতপুর বাজারের পশ্চিম পাশে জনৈক সাইফুদ্দীনের বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজার ওই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহটি বাঁশের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। তবে শরীরে কোনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি