আহত হওয়ার ২২ দিন পর সোমবার (৮ এপ্রিল) দিনগত রাতে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ এ দাঁড়ালো।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। এরপর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত: গত ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনী কার্যক্রম শেষ করে বাঘাইছড়ি উপজেলা শহরে ফিরে আসার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে নির্বাচনী কর্তৃপক্ষের ওপর হামলা করে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জনকে হত্যা করে। এসময় আরো অনেকে আহত হয়। এ ঘটনার পর বাঘাইছড়ি থানায় পুলিশের পক্ষ থেকে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ