ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়ি হত্যাকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় আরো এক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
বাঘাইছড়ি হত্যাকাণ্ড: চিকিৎসাধীন অবস্থায় আরো এক মৃত্যু নিরু বিকাশ চাকমা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী কাজ শেষে উপজেলা শহরে ফিরে আসার পথে সন্ত্রাসীদের হামলায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিরু বিকাশ চাকমা (৫০)। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন।

আহত হওয়ার ২২ দিন পর সোমবার (৮ এপ্রিল) দিনগত রাতে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ এ দাঁড়ালো।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। এরপর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত: গত ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনী কার্যক্রম শেষ করে বাঘাইছড়ি উপজেলা শহরে ফিরে আসার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে নির্বাচনী কর্তৃপক্ষের ওপর হামলা করে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জনকে হত্যা করে। এসময় আরো অনেকে আহত হয়। এ ঘটনার পর বাঘাইছড়ি থানায় পুলিশের পক্ষ থেকে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।