ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় চলাচলরত লঞ্চ ও ফেরি পদ্মার চরে নোঙর করে রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আবহাওয়া খারাপ হয়ে উঠলে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।



** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে আকাশে কালো মেঘ করে ঝড় বাতাস শুরু হয়। এসময় নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মাঝ নদীতে চলাচলরত নৌযানগুলোকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।