মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা এ দণ্ডাদেশ দেন। জসিম হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রানা বলেন, মঙ্গলবার দুপুরে গাড়ির নাম্বার প্লেট পরিবর্তনের জন্য জনৈক গ্রাহক বিআরটিএ অফিসে আসেন। এসময় জসিম তার কাছ থেকে ২০০ টাকা উৎকোচ নিয়ে কাজটি করে দেন। দুদকের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাকে হাতেনাতে আটক করেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে জসিমের বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত জসিম নিয়মিত বিআরটিএ অফিসে দালালি করে আসছিল। অবশেষে তিনি ধরা পড়েছেন। বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি