ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লাইনে আসছে না বিআরটিএ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
লাইনে আসছে না বিআরটিএ! বিআরটিএ ও দুদক লোগো

ঢাকা: বারবার অভিযান, কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা দিয়েও লাইনে আনা যাচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)। দুর্নীতি, অনিয়ম ও নৈরাজ্যের মাধ্যমে জনদুর্ভোগ অব্যাহত রেখেছে সংস্থাটি।

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, ডিজিটাল নম্বর প্লেট প্রদানসহ নানাবিধ সেবা প্রাপ্তিতে ঘুষ-দুর্নীতি ও অনিয়ম করছেন বিআরটিএ’র  কর্মকর্তা-কর্মচারীরা।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আবারো দেশের পাঁচ জেলার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে এমন চিত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে দুদক প্রধান কার্যালয়, হবিগঞ্জ, বগুড়া, বরিশাল এবং টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় থেকে মঙ্গলবার (০৯ এপ্রিল) একযোগে অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, অভিযানে সেবা দেওয়ার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিশৃঙ্খলার প্রমাণ পায় অভিযান চালানো দুদকের সবগুলো টিম।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযানে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানীর বিআরটিএ, ইকুরিয়া কার্যালয়ে দায়িত্বে অবহেলার দায়ে সহকারী পরিচালক (ইঞ্জি.) নূরুল ইসলাম ও হারুন অর রশিদ, মোটরযান পরিদর্শক মাহবুবুর রহমান, উচ্চমান সহকারী ছগির আকন্দ, অফিস সহকারী মো. আজিম ও আনসার সদস্য সৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বগুড়া বিআরটিএ কার্যালয়ে অভিযান চলাকালে ৪ দালালকে সেবাপ্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের সময় স্থানীয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

একই অপরাধে হবিগঞ্জে দুদক টিমের অভিযানকালে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে বরিশাল ও টাঙ্গাইলের বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক টিম। এ সময় দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যান।

হাসপাতালে অনিয়মই নিয়ম
রোগীদের হয়রানি ও যথানিয়মে ওষুধ না দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে অভিযান চালিয়েছে দুদক এনফোর্সমেন্ট টিম।  

সরেজমিনে উপস্থিত হয়ে উপসহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু বকর সিদ্দিককে দপ্তরে অনুপস্থিত পায় এনফোর্সমেন্ট টিম।  

এছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে উপস্থিত রোগীরা দুর্ব্যবহারের অভিযোগ করেন। তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

নদীর মাটি নদীর মধ্যেই
পাবনায় ৪৪ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদী খননের কাজে উত্তোলিত মাটি নদীর ৪০০ ফুট দূরে ফেলার নির্দেশনা অনুসৃত হচ্ছে না, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন - ১০৬) পাওয়া এমন এক অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদক পাবনা জেলা কার্যালয়ের একটি টিম।

অভিযানকারী টিম দেখতে পায়, যথানিয়মে কাজ না করে নদীর পার্শ্ববর্তী স্থানেই মাটি ফেলে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। এ অনিয়মের অভিযোগে ওই কার্যক্রম স্থগিত করা হয়। টিম সংশ্লিষ্ট সকল নথিপত্র সংগ্রহ করে। যাচাই-বাছাইপূর্বক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবেদন কমিশনের নিকট উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৯,২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।