ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানায়। বিএনএস প্রত্যয়ের কমান্ডিং অফিসার মির্জা মো. মেহেদী হাসানের নেতৃত্বে নৌবাহিনীর ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক ছিলেন এ সফরে।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের অন্য কর্মকর্তারা সায়গন বন্দরে উপস্থিত থেকে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানান। এসময় ভিয়েতনাম নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (হো চি মিন সিটির) কর্মকর্তা, পিপলস কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত সামিনা নাজ শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সফর বিনিময়ের ফলে দু’দেশের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। এই সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা দু’দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও গভীরতর হবে।
ভিয়েতনামের মিডিয়ায় এ সফর গুরুত্ব সহকারে প্রচারিত হয়।
নৌবাহিনীর জাহাজ প্রত্যয়ের কমান্ডিং অফিসার ও সিনিয়র প্রতিনিধি এবং দূতাবাসের প্রতিনিধিরা ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ১১ এপ্রিল ভিয়েতনাম বন্দর ছেড়ে যাবে প্রত্যয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
টিআর/এএ