মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন ওই এলাকার স্বপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে নিজ ঘরে চালের কাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে শ্রাবণ। এসময় বৃষ্টি হচ্ছিল ও বাড়িতে কেউ ছিলেন না। পরে বাড়ির লোকজন এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকলেও সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন শ্রাবণ ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তবে কি করণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পরিবারের স্বজনরা।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি