জাতীয় জাদুঘরের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স, আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় (৯ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাংস্কৃতিক এবং ভূপ্রকৃতিগত কারণে গভীরে প্রোথিত।
অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে দৃঢ় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দু’দেশ নিয়মিত সাংস্কৃতিক বিনিময় করছে। ইতোমধ্যেই বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে। শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন নির্মিত হচ্ছে। দিল্লি-কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণও দিন দিন বাড়ছে।
আনিসুল হক আইসিসিআরকে অভিনন্দন জানান। বলেন, এই প্রতিষ্ঠান ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে।
এর আগে আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএস/এএ