ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তিন হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আইসিসিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
তিন হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আইসিসিআর বক্তব্য রাখছেন হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ/ছবি: বাদল

ঢাকা: ১৯৭২ সাল থেকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স, তিন হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে অধ্যয়নের বৃত্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।  
 

আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (৯ এপ্রিল) একথা জানান তিনি।  

ভারতীয় হাইকমিশনার বলেন, আইসিসিআর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বিশ্বের ৩৭টি দেশে।

 এটি মূলত শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজের জন্য সারা বিশ্বে পরিচিত। এর কার্যক্রমের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি পারস্পরিক এমন এক সম্পর্ক যার দৃঢ়তা অসাধারণ।

এর বৃত্তি কার্যক্রমের কথা উল্লেখ করে রীভা গাঙ্গুলী বলেন, বিভিন্ন দেশের ছয় হাজার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা ভারতে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পান। এটি হয়ে থাকে তাদের জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা।
 
এসময় ভারতীয় হাইকমিশনার সবাইকে আসন্ন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।  

উদ্বোধনী অনুষ্ঠানে রীভা গাঙ্গুলী দাশ ও আইনমন্ত্রী আনিসুল হকএর আগে আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।  

আইসিসিআর থেকে বৃত্তিপ্রাপ্তরা ভারতে অধ্যয়নকালীন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ১৯৫০ সালে মাওলানা আবুল কালাম আজাদ এটি প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠানকালীন মহাপরিচালক ছিলেন বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র, নজরুল, ভারত নাট্যমসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা ছড়ান শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।