আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (৯ এপ্রিল) একথা জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, আইসিসিআর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বিশ্বের ৩৭টি দেশে।
এর বৃত্তি কার্যক্রমের কথা উল্লেখ করে রীভা গাঙ্গুলী বলেন, বিভিন্ন দেশের ছয় হাজার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা ভারতে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পান। এটি হয়ে থাকে তাদের জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা।
এসময় ভারতীয় হাইকমিশনার সবাইকে আসন্ন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এর আগে আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।
আইসিসিআর থেকে বৃত্তিপ্রাপ্তরা ভারতে অধ্যয়নকালীন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ১৯৫০ সালে মাওলানা আবুল কালাম আজাদ এটি প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠানকালীন মহাপরিচালক ছিলেন বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র, নজরুল, ভারত নাট্যমসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা ছড়ান শিল্পীরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএস/এএ