রাজশাহী মহানগরীর অলোকার মোড়স্থ মাস্টারসেফ চাইনিজ রেস্তরাঁর কনফারেন্স রুমে মঙ্গলবার (০৯ এপ্রিল) এ কর্মশালা শুরু হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ শিশু অংশ নিচ্ছে।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আগামীকাল বুধবার (১০ এপ্রিল) মহানগরীর সাহেব বাজারস্থ নাইস হোটেলের কনফারেন্স রুমে কর্মশালার দ্বিতীয় দিন শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
প্রথম দিনে শিশু সাংবাদিকতা কী ও কেন?, সংবাদ ধারণা, ধরন/ প্রকরণ, দেশের বিদ্যমান শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ধারা, সংবাদের মাধ্যম হিসেবে সামাজিক গণযোগাযোগের মাধ্যম ব্যবহার ও শিশু অধিকার, শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা ও ধারণা দেওয়া হয়।
এদিন সেশন পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।
বুধবার সেশন পরিচালনা করবেন, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক। প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহযোগিতায় কর্মশালার সমন্বয় করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসএস/এমজেএফ