ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে দুই দোকানিকে জরিমানা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
রাবিতে দুই দোকানিকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

রাবি: খাবারের মূল্য তালিকা না রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ।  

জানা যায়, খাবারের মূল্য তালিকা না থাকা, আয়োডিন বিহীন লবণ এবং মিষ্টান্ন জাতীয় খাবারে পোকামাকড় থাকায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেঁস্তোরাকে ১০ হাজার টাকা এবং অপরিষ্কার প্লেট, স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরির দায়ে পরিবহন মার্কেটের সাগর ক্যান্টিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ২৭ ফেব্রুয়ারি একই অপরাধে সাগর ক্যান্টিনকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৯ ও ৪৩ ধারায় দুই দোকানিকে  ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।