ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাক্টর উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
গাংনীতে ট্রাক্টর উল্টে নিহত ১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টর উল্টে নাঈম হোসেন (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত নাঈম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বর বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং গাংনীর বাথানপাড়া গ্রামের শহিদুল ইসলামের ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে নাঈম ট্রাক্টর নিয়ে মালিকের বাড়ি বাথানপাড়াতে যাচ্ছিলেন। পথে কাদায় পিছলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ওই হাসপাতালে নেওয়ার পথে গোপলনগর এলাকায় এলে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কোনো বাদী না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।