ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
নেত্রকোণায় ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোণা: দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নেত্রকোণা পৌরশহরে ২ ফার্মেসিসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বারহাট্টা রুট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেত্রকোণার সহকারী পরিচালক মো. শাহ্ আলম এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

তিনি জানান, আনিকা ও মা ফার্মেসিকে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং জগবন্ধু ও পল্টু স্টোরকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সুজিত কুমারসহ জেলার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।