ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
বাঘাইছড়িতে অস্ত্রসহ আটক ১ আটক নতুন জয় চাকমা।

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অস্ত্রসহ নতুন জয় চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনগত রাতে যৌথবাহিনীর একটি  দল সাজেক ইউনিয়নের মাচালং’র গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, মঙ্গলবার রাতে আটক নতুন জয় ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র দলের সদস্য এবং বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক।

আটক ব্যক্তির বিরুদ্ধে  বাঘাইছড়ির ৯কিলো এলাকায় সংগঠিত আলোচিত ৭ হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।

আটকের সময় তার কাছ থেকে একটি ২২ পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।

সাজেক থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।