মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, খুব অল্প সময়ের মধ্যে শিশু মনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ৭ এপ্রিল থেকে ডেমরা থানার ডগাইর নতুনপাড়া এলাকার নূরে মদিনা মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মনির নিখোঁজ ছিলো। এরপর দিন অর্থাৎ ৮ এপ্রিল বিকেলে স্থানীয় নূর ই আয়েশা জামে মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু মনির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার মনিরের বাবা সাইদুল হক বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নূরে মদিনা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল জলিল হাদী ওরফে হাদিউজ্জামান এবং তার দুই ছাত্র মোহাম্মদ তোহা ও আকরাম হোসেনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
পিএম/এসএ/এমএ