ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার উদ্ধারকৃত ফেনসিডিল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর খানপুর সীমান্ত থেকে ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনগত রাতে ফেনসিডিলের এসব বোতল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (১০ এপ্রিল) সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ব্যাটালিয়নের খানপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির (বিওপি) হাবিলদার আলাউদ্দিনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল খানপুর মধ্যেচর এলাকায় যায়। সেসময় পরিত্যাক্ত অবস্থায় ১২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তারা।  

এসব ফেনসিডিলের বোতলগুলো একটি প্লাষ্টিকের বস্তায় মোড়ানো ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৪৯ হাজার ৬১০ টাকা।  

জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলেই পালিয়ে যায় মাদক বিক্রেতারা। তাই এর সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি টহল দল।  

তবে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।