ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুই ট্রলার ও পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
দুই ট্রলার ও পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক ২  জব্দকৃত ইয়াবা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: বঙ্গোপসাগরের কুয়াকাটা সমুদ্র এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ২টি ট্রলার ও দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। 

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাতে রামনাবাদ চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টিপু (৩০) ও মোশাররফ (৫০)।

তাদের বাড়ি কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নে।
পটুয়াখালীর নিজামপুর স্টেশনের সিনিয়র এসটিপিও অফিসার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।