ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডুবে যাওয়া কার্গো ও লঞ্চের স্থান শনাক্তে অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
ডুবে যাওয়া কার্গো ও লঞ্চের স্থান শনাক্তে অভিযান শুরু প্রতীকী ছবি

বাগেরহাট: কালবৈশাখী ঝড়ের কবলে পরে সুন্দরবনের পশুর নদীতে ডুবে যাওয়া সারবাহী কার্গো ‘এম ভি হারদ্দা’ এবং ‘এমএল আক্তার’ লঞ্চের স্থান শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড যৌথভাবে অভিযান শুরু করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান বলেন, ঝড়ের কবলে পড়ে শ্রমিক বহনকারী একটি লঞ্চ ও সারবাহী একটি কার্গো ডুবে যায়।

লঞ্চ ও কার্গোর ডুবে যাওয়া স্থান শনাক্তে অভিযান শুরু করা হয়েছে। তবে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে এমএল আক্তার নামে একটি লঞ্চ এবং এমবি হারদ্দা নামের একটি টিএসপি সারবাহী একটি কার্গো ডুবে যায়। এসময় জাহাজ ও লঞ্চে থাকা শ্রমিক কর্মচারীরা সাঁতরে সুন্দরবনে আশ্রয় নিতে পারলেও, তিনজন গার্ড নিখোঁজ থাকে। পরে দুইজনকে উদ্ধার করা হলেও ডুবে যাওয়া লঞ্চটির ক্রেন অপারেটর মো. শাহালম (৪৫) নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়:  ১২৪৪ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।