ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্বপালনকালে মোবাইল ফোন ব্যবহার, ৪ কারারক্ষী বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
দায়িত্বপালনকালে মোবাইল ফোন ব্যবহার, ৪ কারারক্ষী বরখাস্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার/ফাইল ছবি

ঢাকা: দায়িত্বরত অবস্থায় ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করায় চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বুধবার (১০ এপ্রিল) ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার কারারক্ষী বাইরে ডিউটিরত অবস্থায় তাদের নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

তিনি জানান বলেন, প্রাথমিকভাবে মোবাইল ফোন ব্যবহার প্রমাণিত হওয়ার তাদের এ শাস্তি দেওয়া হলো। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া চার কারারক্ষী হলেন- জহিরুল ইসলাম, শাহিন মিয়া, আজিজ ও সাইফুল ইসলাম। কারাসূত্রে এদের নাম জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।