বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ অভিযান চালায় দুদক।
দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাংলানিউজকে বলেন, দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয় কেসিসির লাইসেন্স শাখায়।
এ বিষয়ে মামলা দায়ের করার জন্য দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে কথা বলতে গেলে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুদক কি কারণে অভিযান চালিয়েছে তা আমি জানি না। তাদের কাছ থেকেই জেনে নিন।
কেসিসিতে দুদকের অভিযানের ফলে দুর্নীতিগ্রস্ত অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমআরএম/এএ