ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেসিসিতে দুর্নীতি, দুদকের অভিযানে মিলেছে সত্যতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
কেসিসিতে দুর্নীতি, দুদকের অভিযানে মিলেছে সত্যতা  কেসিসি কার্যালয়ে দুদকের অভিযান/ছবি: বাংলানিউজ

খুলনা: অনিয়মসহ লাইসেন্স করতে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অভিযোগের সত্যতাও মিলেছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ অভিযান চালায় দুদক।

দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাংলানিউজকে বলেন, দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয় কেসিসির লাইসেন্স শাখায়।

সেখানে গিয়ে কাগজপত্রে অনেক অনিয়মসহ লাইসেন্স করার ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে মামলা দায়ের করার জন্য দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে কথা বলতে গেলে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুদক কি কারণে অভিযান চালিয়েছে তা আমি জানি না। তাদের কাছ থেকেই জেনে নিন।

কেসিসিতে দুদকের অভিযানের ফলে দুর্নীতিগ্রস্ত অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।