বুধবার (১০ এপ্রিল) বেলা ২টায় মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
বাংলানিউজকে তিনি বলেন, প্রকৌশলী লুৎফুর রহমান সকালে নিজ দফতরে না আসায় তার বাসায় খোঁজ নেয়া হয়।
গ্যাস ফিল্ড সূত্র জানায়, ময়মনসিংহ জেলার বাসিন্দা লুৎফুর রহমান ২০১৮ সালের ০৮ এপ্রিল হরিপুর গ্যাস ফিল্ডে যোগদান করেন। গ্যাসফিল্ডের সংরক্ষিত এলাকার বাসভবনে থাকতেন তিনি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন তার স্ত্রী।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির আরো বলেন, পুলিশ ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করছে। এছাড়া ক্রাইমসিন ঘটনার আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনইউ/এমএ