ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট গ্যাস ফিল্ডের এমডি লুৎফর রহমানের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
সিলেট গ্যাস ফিল্ডের এমডি লুৎফর রহমানের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী লুৎফর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) বেলা ২টায় মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

বাংলানিউজকে তিনি বলেন, প্রকৌশলী লুৎফুর রহমান সকালে নিজ দফতরে না আসায় তার বাসায় খোঁজ নেয়া হয়।

সেখানে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

গ্যাস ফিল্ড সূত্র জানায়, ময়মনসিংহ জেলার বাসিন্দা লুৎফুর রহমান ২০১৮ সালের ০৮ এপ্রিল হরিপুর গ্যাস ফিল্ডে যোগদান করেন। গ্যাসফিল্ডের সংরক্ষিত এলাকার বাসভবনে থাকতেন তিনি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন তার স্ত্রী।  

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির আরো বলেন, পুলিশ ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করছে। এছাড়া ক্রাইমসিন ঘটনার আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।