ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

নাটোর: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রামাইগাছী এলাকায় ও সকালে বড়াইগ্রাম উজেলার শিবপুর এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।  

নিহত দুইজন হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপচেউলিয়া কান্দাইল গ্রামের মৃত সাদেক শেখের ছেলে সাইফত আলী শেখ (৬৫) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারগোপালপুর গ্রামের মৃত সুকলাল সরদারের স্ত্রী।

 আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিক বিল খালিদ বাংলানিউজকে জানান, গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন গুরুদাসপুর থেকে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিল। পথে সদর উপজেলার রামাইগাছী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি খাদে পড়ে যায়। এসময় নসিমনচাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গরু ব্যবসায়ী সাইফতের এবং আহত হন গরু ব্যবসায়ী ও রাখালসহ নসিমনে থাকা অপর ১৪ জন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম সিকদার বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় রাহেলা বেগম নামে এক নারী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।