ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ইনস্টিটিউট অব মিউজিকের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
রামুতে ইনস্টিটিউট অব মিউজিকের সাংস্কৃতিক অনুষ্ঠান রামুতে ইনস্টিটিউট অব মিউজিকের সাংস্কৃতিক অনুষ্ঠান

কক্সবাজার: কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউড অব মিউজিক এর বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ইনস্টিটিউট মিলনায়তনে ‘সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মাণে সংগীত চর্চা’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পরিচালক হিমাদ্রি বড়ুয়া পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাজাহান আলী।

অন্যান্যদের মধ্যে রামু থানার ওসি মো. আবুল মনসুর, সংগীত শিল্পী প্রবীর বড়ুয়া, নাট্যজন মাস্টার মো. আলম, সংস্কৃতিসেবী ধর্মদর্শী বড়ুযা, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, ও মানসী বড়ুয়া বক্তব্য দেন।

রামুতে ইনস্টিটিউট অব মিউজিকের সাংস্কৃতিক অনুষ্ঠানপ্রধান অতিথি বলেন, শিল্প, সাহিত্য ও ক্রীড়া ক্ষেত্রে উর্বর ভুমি রামু। এ ঐতিহ্য যেকোন মূল্যে সবাইকে ধরে রাখতে হবে। সংস্কৃতিবান্ধব রামুর সেই ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ইনস্টিটিউট অব মিউজিক যে অবদান রেখে যাচ্ছে, তা দৃষ্টান্তমূলক।

কথামালা পর্বের পর অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে প্রতিষ্ঠানের সংগীত বিভাগের পরিচালক মানসী বড়ুয়ার সঞ্চালনায় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।